ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে আগুনে পুড়েছে তিন বসতঘর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
মিরসরাইয়ে আগুনে পুড়েছে তিন বসতঘর

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।



শনিবার সকালে উপজেলার পশ্চিম জোয়ার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান গিয়াস উদ্দিন জসিম বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক গোলযোগে সকালে পশ্চিম জোয়ার গ্রামে রুহুল আমিন মেস্ত্রীর বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
এরপর তাৎক্ষনিক পাশের আরও কয়েকটি ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িতে পড়ে।

খবর পেয়ে পাশ্ববর্তী জেলা ফেনী ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্থ রুহুল আমিন মেস্ত্রী অভিযোগ করেন, উপজেলার আশপাশে ফায়ার সার্ভিসের কোন স্টেশন না থাকায় আগুন নির্বাপন করতে দেরি হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুনে তিন পরিবারের সহায় সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২৫০ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।