ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে আগুনে পুড়েছে ১০ বসত ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
রাউজানে আগুনে পুড়েছে ১০ বসত ঘর

চট্টগ্রাম: রাউজান উপজেলার নোয়াপাড়া বাগোয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়ায় আগুনে পুড়েছে ১০ বসত ঘর। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



খবর পেয়ে নগরীর কালুরঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ারম্যান আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, আগুনের খবর পেয়ে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


আগুনে ১০টি বসত ঘর ‍পুড়ে গেছে জানালেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি তিনি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বাগোয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়ার আকরাম আলী মেম্বারের বাড়িতে আগুন লাগে। এতে ১০টি বসত ঘর পুড়ে যায়।

স্থানীয়দের ধারণা আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়:২২০০ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।