ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সার্কিট হাউসে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় কোন ব্যবস্থা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সার্কিট হাউসে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় কোন ব্যবস্থা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/(ফাইল ফটো)

চট্টগ্রাম: বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, মোটর সাইকেলে আগুন ও গাড়ি ভাংচুরের ঘটনায় থানায় কোন মামলা হয়নি। এ ঘটনায় কেউ আটক হয়নি।



এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে সার্কিট হাউসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শুক্রবার বেলা ১২টা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

এদিকে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের সংঘর্ষে বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো.আতিক গুরুতর জখম হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলেও শুক্রবার সকালে ওখানে তার হদিস মেলেনি।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মো.আতিক নামে হাসপাতালে ভর্তি হওয়ার কোন তথ্য এখানে নেই।

প্রসঙ্গত: মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসেন দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী। চট্টগ্রাম এসে প্রথমেই তারা চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নেতারা বেরিয়ে গেলে  সার্কিট হাউসের ভেতরেই সংঘর্ষ ও সহিংসতায় জড়িয়ে পড়ে ছাত্রলীগের বিবদমান দু’পক্ষ।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সার্কিট হাউসের ভেতরেই এক ছাত্রলীগ নেতাকে প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করার পর দু’টি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

বাংলাদেশ সময়:১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।