ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিচয় মিলেছে সিআরবিতে উদ্ধার হওয়া যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
পরিচয় মিলেছে সিআরবিতে উদ্ধার হওয়া যুবকের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার সিআরবি এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে।

উদ্ধার হওয়া যুবকের নাম চম্পক দেওয়ানজী (৩০)।

তিনি রাষ্ট্রয়ত্ত্ প্রতিষ্ঠান পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশের (পিডিবি) সহকারী ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।  

চম্পক দেওয়ানজী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর সাধনপুরের মাস্টারপাড়ার চপল দেওয়ানজীর ছেলে।
তিনি নগরীর মুরাদপুরে আপন কমিউনিটি সেন্টারের পাশে সপরিবারে বসবাস করতেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার স্বজনরা নিহতের পরিচয় সনাক্ত করেন।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামউল্লাহ বাংলানিউজকে বলেন,‘লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বিষয়টি জানতে পেরে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। সেখানে নিহত চম্পকের বড় ভাই তার লাশটি সনাক্ত করেন। ’

লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, সোমবার ভোরে নগরীর টাইগারপাস ও সিআরবির মাঝামাঝি এলাকায় রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃত দেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এস আই একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, ‘চম্পক নিয়মিত প্রাত:ভ্রমনে বের হতেন। ধারণা করছি ওই সময় ছিনতাইকারীরা তাকে অন্য কোন জায়গায় খুন করে ফজরের নামাজের পর সিআরবি এলাকায় ফেলে গেছে। ’

তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে জানিয়ে তিনি বলেন,‘এ ঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। ’

সিআরবি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।