ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাড়ায় পাড়ায় ব্রিগেড গঠনের আহ্বান উদীচী’র

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
পাড়ায় পাড়ায় ব্রিগেড গঠনের আহ্বান উদীচী’র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকলকে নিয়ে পাড়ায়, পাড়ায় ব্রিগেড গঠনের আহ্বান জানিয়েছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।

নগরীর চেরাগি মোড়ে শুক্রবার বিকেলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি যাতে সমর্থন দিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা।

প্রগতিশীল বিভিন্ন সংগঠনও এতে একমত পোষণ করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারী পদক্ষেপের সমালোচনা করেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী শুধু বক্তব্য- বিবৃতিতে কঠোর হওয়ার ঘোষণা দিচ্ছেন।

কিন্তু দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে, উপাসনালয়ে হামলা হলেও সরকারি দল ও অঙ্গ সংগঠনগুলো কোথাও সক্রিয় প্রতিরোধ করেনি। সরকারের উচিত হামলা বন্ধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি দল ও
সংগঠনকে কাজে লাগানো।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি ডা.চন্দন দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুনীল ধরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবুল
মনসুর, মুক্তিযুদ্ধ গবেষক ডা.মাহফুজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ড.জিনবোধি ভিক্ষু, প্রজন্ম একাত্তরের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী, বোধনের পঞ্চানন চৌধুরী, গণজাগরণ মঞ্চ-চট্টগ্রাম এর সমন্বয়ক শরীফ চৌহান, প্রমা’র রাশেদ হাসান, জেলা ছাত্র ইউনিয়নের আহসান হাবিব, উদীচী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রসূন চৌধুরী প্রমুখ।

সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কল্পনা লালা, উদীচী, বোয়ালখালী শাখার সভাপতি ডা. অসীম চৌধুরী, তারুণ্যের উচ্ছাসের সভাপতি কবি জিন্নাহ চৌধুরী, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী।

বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, জানুয়ারি ১১,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।