ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা। একই সঙ্গে জামায়াত- শিবিরের রাজনীতি বন্ধেরও দাবি জানানো হয়।



শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। নির্বাচন পরবর্তী দেশজুড়ে সাম্পদ্রায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে আবৃত্তি সংগঠন ‘প্রমা’ এ কর্মসূচির আয়োজন করে।


মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশজুড়ে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন।

এজন্য বিশেষ ট্রাইবুন্যাল গঠনের আহবান জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার পর ৪০ বছর ধরে সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বার বার এ ধরনের ঘটনার পূনারাবৃত্তি হচ্ছে।

বক্তারা বলেন,‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারকেও এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্পীতি রক্ষায় এবং সকল নাগরিকের জানমাল রক্ষায় পদক্ষেপ নিতে হবে। ’

প্রমা’র সভাপতি আবৃত্তি শিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে শহীদ জায়া মুশতারী শফি, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইমরান বিন ইউনুস, মানবাধিকার কর্মী নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, উন্নয়ক সংগঠক কমল সেনগুপ্ত, নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক হোসাইন কবির, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, এ্যাডভোকেট আকতার কবির চৌধুরী, প্রজন্ম ৭১ এর সাধারণ সম্পাদক সলিল চৌধুরী, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক  মোহাম্মদ শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, খেলাঘর, ঐক্যতান সাংস্কৃতিক গোষ্ঠী, নরেণ আবৃত্তি একাডেমী, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নির্মাণ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস, সাম্প্রদায়িক বিরোধী তরুণ উদ্যোগ, ঐক্যতান পরিবার, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি একাডেমী, জনউদ্যোগ, যুব মৈত্রী, ছাত্রমৈত্রী, সংশপ্তক মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়:১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।