ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে তিন ছিনতাইতকারী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
বায়েজিদে তিন ছিনতাইতকারী আটক

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপু এলাকায় ছিনতাইয়ের সময় বুধবার রাতে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
 
আটক তিন ছিনতাইকারী হলো, ইয়াসিন (২৪), এমরান (২৪) এবং সুমন (২২)।



পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় পথচারীদের আটকে মোবাইল ও টাকা ছিনতাই করছিল চার ছিনতাইকারী।   ওই দিকে যাওয়ার সময় পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে।
  এসময় ছোরাসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।  

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বাংলানিউজকে বলেন,‘ছিনতাইয়ের সময় চারজন থাকলেও একজন পালিয়ে গেছে। আটককৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী। ’

তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।