ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ২০ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
চট্টগ্রামে আগুনে পুড়েছে বস্তির ২০ ঘর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার পাথারঘাটা এলাকার সিএন্ডবি কলোনীতে অগ্নিকাণ্ডে ২০ টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় এসব বসত ঘরের ২শ’ ৩২ টি কক্ষ পুড়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগে দুপুর ১টা ৫০ মিনিটে পাথারঘাটা এলাকার সিএন্ডবি কলোনীতে বসতির একটি কক্ষে আগুন লাগে। তাৎক্ষনিকভাবে তা একই সাড়িতে থাকা বাকি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই বসতির ২০টি কাঁচা বসত ঘরের ২শ’ ৩২টি কক্ষ পুড়ে গেছে।

এসব কক্ষে নিম্ন আয়ের মানুষ ভাড়া নিয়ে থাকতেন বলে সংশ্লিষ্টরা জানান।

নগরীর নন্দন কানন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শওকত আলী বাংলানিউজকে বলেন,‘ বৈদ্যুতিক  গোলযোগে আগুনের সূত্রাপাত হলে মুহূর্তেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনটা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ’

তিনি জানান, এঘটনায় বসতিতে বিভিন্ন সারিতে থাকা ২০ টি কাঁচা ঘরের দুই’শ ৩২টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শওকত আলী।

বাংলাদেশ সময়: ১৯৩০ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

* চট্টগ্রামে বস্তিতে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।