ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, অক্টোবর ৪, ২০২৫
সীতাকুণ্ডে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গলছলিমপুরে পাহাড়ি এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়ে়ছে।



শনিবার (৪ অক্টোবর) ভোররাতে আলিনগর এলাকায় সংঘটিত এই সংঘর্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সন্ত্রাসী মারা গেছেন।
তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উভয় গ্রুপের অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের পক্ষ থেকে গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন- জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮) ও শামীম (২৯)।

একজন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মুজিবুর রহমান।

তিনি বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় ১৪ জন আহত হয়েছে। কি কারণে ঘঠনা ঘটেছে তা জানা যায়নি। আমাদের তথ্য অনুযায়ী, দুই গ্রুপের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এবং পরে স্থানীয়রা ১৫ জনকে আটক করে। আহতরা সম্ভবত অস্ত্র বহন করছিলেন।

চমেক হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দীন তালুকদার বাংলানিউজকে বলেন, সলিমপুরের ঘটনায় ৯ জনকে চমেক হাসপাতালে আনা হয়ছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।