ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, সেপ্টেম্বর ২৫, ২০২৫
রাউজানে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম: রাউজান থানার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. ওসমান নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো. ওসমান (৩৪), একই এলাকার হাজী দুলা মিয়া সওদাগর বাড়ির দুদু মিয়ার ছেলে।  

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পলোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. ওসমানকে গ্রেপ্তার করা হয়।

সময় তার সহযোগী শাহ আলম পালিয়ে যায়। মো. ওসমানের নিজ বাসা এবং তার তথ্যে একই এলাকার ইদ্রিসের পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি,২২ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ৩টি রামদা ও ২টি ধামা উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেপ্তার ওসমান ও তার সহযোগী শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র কেনাবেচা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সিডিএমএস যাচাইয়ে পলাতক আসামি শাহ আলমের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।