ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, সেপ্টেম্বর ১৮, ২০২৫
শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

চট্টগ্রাম: বোয়ালখালীতে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তন প্রধান শিক্ষক মাহমুদুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ আব্দুল গনী।

 

শিক্ষক মো. শফিউল আলমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী।

বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস, তাহমিনা আখতার, প্রজাপতি পাল, করিমুন্নেছা বেগম, জুয়েল চৌধুরী, মো. শরীফ উদ্দীন, অর্পনা রানী দাস, সৌরভ দেব নাথ, অভিজিৎ চৌধুরী, মানস কান্তি দাশ, মুহাম্মদ দিদারুল হক, সৈকত বিশ্বাস, ফাতেমা বেগম, তিলা চৌধুরী ও টিপলু বৈদ্য প্রমুখ।

মিলাদ শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে তবররক বিতরণ করা হয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।