ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হতে হবে: বক্কর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, জুলাই ১৬, ২০২৫
শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হতে হবে: বক্কর ...

চট্টগ্রাম: মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফল ভবিষ্যৎ জীবনের পথ খুলে দেবে।

কিন্তু শুধু ভালো ফলাফল করলেই হবে না, জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ ও তাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ।
তাই তাদের সুশিক্ষিত হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।  

বুধবার (১৬ জুলাই) বিকালে নগরের এনায়েত বাজার বাটালী রোড়ে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী শাসনামলে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। নতুন প্রজন্মকে অব্যাহতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই জাতিবিনাশী প্রক্রিয়ার বিরুদ্ধে রক্তস্নাত জুলাইয়ের গনঅভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়েই এদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।  

কোতোয়ালী থানা যুবদলের সাবেক সদস‌্য সচিব মো. হাসানের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদল নেতা মো. সাইফুল্লাহর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন মহানগর বিএনপির সবেক গ্রাম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলি আব্বাস খান, সদস্য সচিব আলমগীর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলি মর্তুজা খান। বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন জিতু, সমশের আলি, মোহাম্মদ আলি, মো. মিন্টু, মাঈন উদ্দিন খান রাজিব, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মো. ইরফান, মো. বিজয় প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।