চট্টগ্রাম: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেসরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান ‘চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ’ পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক আবু মোশাররফ। চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০০৬ সালে এই অঞ্চলের প্রথম হিসেবে বিশেষায়িত এই প্রফেশনাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে কলেজের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
৮ জুলাই, নগরীর চকবাজার কে বি আমান আলী রোডে অবস্থিত কলেজটির অধ্যক্ষের কার্যালয়ে সভাপতির চিঠি সাংবাদিক আবু মোশাররফের হাতে তুলে দেন কলেজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কলেজের কো-অর্ডিনেটর মো. জিয়াউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিমসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
টিসি