ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অসুস্থ গিয়াস উদ্দিনের চিকিৎসা সহায়তায় বিএনপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, এপ্রিল ১২, ২০২৫
অসুস্থ গিয়াস উদ্দিনের চিকিৎসা সহায়তায় বিএনপি

চট্টগ্রাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ গিয়াস উদ্দিনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দ্বিতীয়বারের মতো তাকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের পরামর্শে দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী তত্ত্বাবধানে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুতির অংশ হিসেবে গিয়াস উদ্দিনের চিকিৎসার ব্যবস্থা করছে ‘আমার বিএনপি পরিবার’ নামে একটি সংগঠন।  

বর্তমানে গিয়াস উদ্দিন মেরিন সিটি হাসপাতালে প্রফেসর ডা. মোহাম্মদ কামাল উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

তিনি লাম্বার স্পন্ডাইলোসিস উইথ রেডিকুলোপ্যাথি এবং সিওপিডি রোগে আক্রান্ত বলে চিকিৎসক জানিয়েছে।  

প্রফেসর ডা. কামাল উদ্দিন জানান, বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।