ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলানিউজে সংবাদ

রাবির সেই শিক্ষককে নিয়ে চবিতে গঠিত পদোন্নতি বোর্ড স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
রাবির সেই শিক্ষককে নিয়ে চবিতে গঠিত পদোন্নতি বোর্ড স্থগিত ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মনোবিজ্ঞান বিভাগের পদোন্নতি বোর্ডসহ বিতর্কিত সদস্যদের নিয়ে গঠিত বিভিন্ন বিভাগের বেশকিছু বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পদন্নোতি বোর্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

 

এর আগে গত ৪ নভেম্বর 'রাবিতে অবাঞ্ছিত অধ্যাপককে নিয়ে চবিতে বসছে পদোন্নতি বোর্ড' শিরোনামে বাংলানিউজে প্রকাশিত এক সংবাদের মধ্য দিয়ে বিষয়টি সামনে আসে।  

জানা গেছে, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়াকে একটি বিক্ষোভ মিছিল থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এসময় তার আক্রমণাত্মক আচরণ, পর্যাপ্ত ক্লাস না নেওয়া ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-অবিচারের অভিযোগ এনে শিক্ষার্থীরা অধ্যাপক মাহবুবা কানিজ কেয়ার অব্যাহতির দাবি তোলেন।

এদিকে আগামী ১৪ নভেম্বর বসতে যাওয়া চবির মনোবিজ্ঞান বিভাগের পদোন্নতি বোর্ডে ছিলেন অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়াসহ আরও ৭ জন শিক্ষক। যাদেরকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের অনুগত এবং ফ্যাসিবাদের সহযোগী বলে দাবি করেন সংশ্লিষ্ট শিক্ষকরা। গণমাধ্যমে বিষয়টি আসার পর পূর্বে গঠিত বিভিন্ন বিভাগের পদোন্নতি বোর্ডসমূহ স্থগিত ও পুনর্গঠন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন বিভাগের পদন্নোতি বোর্ড স্থগিত করা হয়েছে। এসব বোর্ড বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত হওয়ার কারণে অনেক বেশি সমালোচনার সৃষ্টি হয়েছে।  অতিদ্রুত সময়ের মধ্যে এসব বোর্ড পুনর্গঠন করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।