ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উইকন চৌধুরী আর্কেডে ৪ দিনের বিক্রয় উৎসব শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
উইকন চৌধুরী আর্কেডে ৪ দিনের বিক্রয় উৎসব শুরু ...

চট্টগ্রাম: কুমিল্লার কান্দিরপাড়ে উইকন চৌধুরী আর্কেডে শুরু হয়েছে চার দিনের দোকান বিক্রয় উৎসব।

বুধবার  (৬ নভেম্বর) থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ বিক্রয় উৎসব।

চারদিন ব্যাপী এ বিক্রয় উৎসবের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূমির মালিক হুমায়ুন মোজাহের চৌধুরী, জাহাঙ্গীর মাজহার চৌধুরী, মোহাম্মদ জাহিদ মাজহার চৌধুরী ও উইকন প্রপার্টিজ লিমিটেড ও পিটুপি ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, উইকন প্রপার্টিজ লিমিটেড ও পিটুপি ফ্যামিলির পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, নির্বাহী পরিচালক দেওয়ান রাশিদুল হাসান , বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও জননন্দিত অভিনেতা তারিক আনাম, পিয়ার্স কমিউনিকেশন এর নির্বাহী পরিচালক নির্ঝর চক্রবর্তী,  ডিজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট নাজমুল বিন আবেদীন, কনসালটেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ হাসান, জিএম মোহাম্মদ নাজমুল হোসেন প্রমুখ।

উইকন প্রপার্টিজ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারিক আনাম বলেন, উইকন এর চৌধুরী আর্কেড কান্দিরপাড়ের মানুষ তথা কুমিল্লার সবার মাঝে এমন আলো ছড়াবে যা সবাইকে বিনিয়োগ এর দিকে আকৃষ্ট করবে শুধু সেটা নয় বরং স্বপ্নের ফেরিওয়ালা বানিয়ে নিয়ে যাবে নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে।

এগিয়ে যাক  আমাদের স্বপ্নের উইকন চৌধুরী আর্কেড।

উইকন চৌধুরী আর্কেড ১৩তলা বিশিষ্ট আধুনিক ভবনে ক্রেতা ও বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে ৩০০টিরও বেশি দোকান বিশেষ ছাড় ও সাফ কবলাই রেজিস্ট্রেশন  সুবিধা রয়েছে যা আপনার বিনিয়োগকে করে তুলবে আরও সহজ এবং সাশ্রয়ী |

এই  বিক্রয় উৎসবে থাকছে মাসিক ২ শতাংশ পেমেন্ট প্ল্যান, যা সব ক্রেতাকে বিনিয়োগে আর্থিক চাপমুক্ত রাখবে। সেইসঙ্গে ক্রেতাদের জন্য এক বছরের সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি এবং রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল, টয়োটা অ্যাকোয়া গাড়ি, আইফোন ১৬, সোনার চেইনসহ আরও ৫০টিরও বেশি আকর্ষণীয় উপহার জেতার সুযোগ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।