ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীকে অপহরণ, আসামি ছাত্রদল-আ.লীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ব্যবসায়ীকে অপহরণ, আসামি ছাত্রদল-আ.লীগ নেতা ...

চট্টগ্রাম: হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকায় মোহাম্মদ মিয়া নামে এক ব্যবসায়ীকে মুক্তিপণ আদায় করার অভিযোগে আদালতে ছাত্রদল নেতা ও আওয়ামী লীগের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

 

গত ২২ অক্টোবর চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা করা হলেও শুক্রবার (১ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।  

জমির সীমানা প্রাচীরের কাজ করার সময় ছাত্রদল নেতা ও আওয়ামী লীগের নেতা মিলে ওই ব্যবসায়ী থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না পেয়ে আসামিরা ব্যবসায়ীকে অপহরণ করেছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।  

মামলায় অভিযুক্তরা হলেন, হাটহাজারী থানার পশ্চিম ছড়ারকুল এলাকার আব্দুর রহমানের ছেলে আবদুল হালিম। তিনি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও ছড়ারকুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্য আসামিরা হলেন, পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ মুন্না (৩০), দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি তুহিন (৩০) ও পুলের গোড়া শেখ রাসেল ক্লাবের সদস্য জুবায়ের (২৬)।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ব্যবসায়ী মোহাম্মদ মিয়ার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না পেয়ে অপহরণ করে নিয়ে গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৯৯ হাজার ৫০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগে আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম জেলাকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।  

মামলার আসামি আওয়ামী লীগ নেতা আবদুল আলিম বাংলানিউজকে বলেন, আমার বাবা ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি ব্যবসায়ী, চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে জড়িত নয় এবং ঘটনারদিন ঘটনাস্থলে আমি ছিলাম না।

এব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বাংলানিউজকে বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। আমি আপনার কাছ থেকে প্রথম শুনেছি, মামলার বাদী আমাদের কাছে অভিযোগ দিলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা,নভেম্বর ১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।