ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোনানজা ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
বোনানজা ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রাম: চট্টগ্রামের সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৬ সেপ্টেম্বর) নগরের বহদ্দারহাট ইন্টারসিটি স্পোর্টস জংশনে দুই দলের অংশগ্রহণে এই প্রীতি সিরিজ অনুষ্ঠিত হয়।

 

পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বোনানজা ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতহার শিহাব জাকি ও এইচ এম নুরুল মোস্তফা হাসানাতের যৌথ সঞ্চালনায় ক্লাব প্রতিষ্ঠাতা ক্রীড়া সংগঠক শাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি ও ক্লাব উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় আসাদুর রহমান, নাছির উদ্দীন চৌধুরী, শাহেদুল আলমসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

 

এছাড়া উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠান বাংলা লুক ডিজিটাল এজেন্সির সিইও রোটারিয়ান ফরহাদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।