ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই উপজেলায় নতুন চেয়ারম্যান নাজিম-গণি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ২২, ২০২৪
দুই উপজেলায় নতুন চেয়ারম্যান নাজিম-গণি ...

চট্টগ্রাম: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাটহাজারীতে জয় পেয়েছে আনারস প্রতীকের প্রার্থী ইউনুছ গণি চৌধুরী। এছাড়া ফটিকছড়িতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন মুহুরী।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৫টায় শুরু হয় ভোট গণনা।  এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, হাটহাজারীতে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ইউনুছ গণি চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমান পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদের আরেক প্রার্থী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এস এম রাশেদুল আলম পেয়েছেন  ২৬ হাজার ৪৮৮ ভোট।

এছাড়া ফটিকছড়িতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন মুহুরী পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী বখতেয়ার সাঈদ ইরান পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট।  

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, ১০৬টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আনারস প্রতীকের প্রার্থী ইউনুছ গণি চৌধুরী।  

তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। হাটহাজারীতে ৩ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৯৮ হাজার ৪৪৪টি। যা শতকরা হিসেবে ২৭.৫৪ শতাংশ। এছাড়া ভোট বাতিল হয়েছে ২ হাজার ৮৯৪টি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ১৪২টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। এতে বেসরকারিভাবে জয় পেয়েছে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন মুহুরী। তিনি পেয়েছেন ৬১ হাজার ১৯১ ভোট। নির্বাচনে ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন ভোটারের বিপরীতে মোট ভোট পড়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫টি। যা শতকরা হিসেবে ২২ শতাংশ।

এদিকে, রাঙ্গুনিয়ায় বেসরকারি ফলাফলে জয় পেয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখর বিশ্বাস। তিনি পেয়েছেন ৯০ হাজার ৫৫১ ভোট।

এদিন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পিপি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুই পক্ষে প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়।  

বাংলাদেশ সময়: ০৯৩০  ঘণ্টা, মে ২২, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।