ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের আর্থিক সহায়তা

চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  

শুক্রবার (২২ মার্চ) বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবদুস সালাম এবং প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এ কে শওকত হোসাইন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনামুল হক, মো. তকি সিকদার, মো. ইউসুফ, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. তৈয়ব উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শওকত নোমান বাবু, মো. বখতেয়ার উদ্দিন, মো. নজরুল ইসলাম, সাবেক মেম্বার মো. শামসুল আলম ও মো. মফিজ মিয়া ফারুকী, সমাজসেবী রফিকুল আলম, মো. সেলিম সিকদার, মহিউদ্দিন পারভেজ, দিদার কামাল খান, সালামত আলী, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড-এর এজিএম এন্ড ব্রাঞ্চ অপারেশন মোহাম্মদ শওকত নাজিম, নিউ উড ফেয়ার’র স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার শওকত জামান রাসেল, ওরিয়েন্ট রিভারাইন ট্রান্সপোর্টেশন লিমিটেড’র ট্যাঙ্কার ডিভিশন অপারেশন ম্যানেজার মোহাম্মদ শওকত হাসান, এসএম আরিফ মহিউদ্দিন, সেলিম উদ্দিন স্বাধীন, ইপসা উন্নয়ন সংস্থার অফিসার মোহাম্মদ শওকত হাফেজ রুবেল প্রমুখ।


অনুষ্ঠানে এ কে ফজলুল হক চেয়ারম্যানের পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাংবাদিক শওকত বাঙালি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।