ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গোলপাহাড় মোড়কে ‘মহিম চত্বর’ঘোষণার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
গোলপাহাড় মোড়কে ‘মহিম চত্বর’ঘোষণার দাবি ...

চট্টগ্রাম: ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে গোলপাহাড় মোড়কে ‘মহিম চত্বর’ঘোষণার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটি টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি দিয়েছে।

 

মেয়রের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী বাবর, সদস্য সচিব এমআর আজিম প্রমুখ।  

তারা বলেন, ২০০৪ সালে বিচারবহির্ভূতভাবে ছাত্রনেতা মহিমকে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার।

তরুণদের মধ্যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়কে মহিম চত্বর ঘোষণা দেওয়ার দাবি বাস্তবায়নে কমিটি কাজ করছে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।