ঢাকা, শনিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জুন ২০২৪, ০৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের প্রস্তুতি ঘূণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট ‘হামুন’ ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরকে ৭ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে।

এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বাংলানিউজকে বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পর্যায়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে।

পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে।  

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বলেন, দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন, উপকূলবর্তী এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম চলমান রাখা হয়েছে। তা ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে ( +880 2333357545) যোগাযোগ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।  

>> ঘূর্ণিঝড় হামুন: ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দরে ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।