ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ার ১০০ পরিবারে শিক্ষা উপমন্ত্রীর অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
বাকলিয়ার ১০০ পরিবারে শিক্ষা উপমন্ত্রীর অনুদান ...

চট্টগ্রাম: নগরের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে ১০০ পরিবারে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

সোম ও মঙ্গলবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশ উপমন্ত্রীর পক্ষে ঘরে ঘরে এসব সহায়তা পোঁছে দেন।

এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। যার ধারাবাহিকতায়  বাকলিয়ার একশ’ পরিবারে সহায়তা দেওয়া হলো।

এ কার্যক্রম চট্টগ্রাম-৯ আসনের ১৪টি ওয়ার্ডে চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।