ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘২৫ মার্চ কালরাত্রি স্মরণ’ বোধনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
‘২৫ মার্চ কালরাত্রি স্মরণ’ বোধনের

চট্টগ্রাম: জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর চেরাগি চত্বরে বোধনের ‘২৫ মার্চ কালরাত্রি স্মরণ’ অনুষ্ঠিত হয়েছে।

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্জ্বলন, কথামালা ও আবৃত্তি পরিবেশিত হয়।  

বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।

অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী সুজিত রায়, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন দাশ।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন স্বর্ণয় দত্ত, ট্রিয়া পিহু হিলারী, নিপা দাশ, ফাল্গুনী আচার্য্য, প্রিয়া সেনগুপ্তা, মৌমিতা বড়ুয়া, অনিমেষ পালিত, ইলা বড়ুয়া, মৃত্তিকা চক্রবর্তী, অর্চি দত্ত, মমি ভট্টাচার্য্য, রিয়ামনি দাশ, সত্যজিৎ চক্রবর্তী, পাতা দে বৃষ্টি, পৃথুলা চৌধুরী, জয়শ্রী মজুমদার জয়া এবং তুর্ণা দাম।  

স্বরচিত কবিতা পাঠ করেন কবি উৎপলকান্তি বড়ুয়া।

আবৃত্তিশিল্পী ইতু সাহার গ্রন্থনা এবং যশস্বী বণিক ও ইতু সাহার নির্দেশনায় শিশু বিভাগের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি ‘বঙ্গবন্ধু অতঃপর বাংলাদেশ’ পরিবেশিত হয়।  

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী তারমিন পুষ্পা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক, জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ, অ্যাডভোকেট প্রণব মজুমদার, মার্গ্রেট মনিকা জিনস, বোধনের সহ-সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী, অর্থ সম্পাদক সৌরভ দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মার্চ ২৬, মার্চ ২০২৩
এসআরএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad