ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে  

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের এই বীরত্বপূর্ণ ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে, তাদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বাংলাদেশ সম্পর্কে বিশদভাবে জানাতে হবে তাদের।
 

দেশের জন্য, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ সৃষ্টি হয় বই পাঠের মধ্য দিয়ে। তাই নতুন প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ধারণ করে তাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে হবে।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে একাডেমির মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক ও কলাম লেখক বিকাশ চৌধুরী বড়ুয়া, সাংবাদিক এম নাসিরুল হক, ড. নারায়ণ চন্দ্র দে, প্রাবন্ধিক মুহাম্মদ মুসা খান, প্রাবন্ধিক খনরঞ্জন রায়, প্রাবন্ধিক শাকিল আহমদ, সংগঠক মুহম্মদ মহসীন চৌধুরী। সূচনা বক্তব্য দেন মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব পরিষদের সদস্যসচিব অধ্যাপক বাসুদেব খাস্তগীর। সঞ্চালনা করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু।     

দ্বিতীয় পর্বে অধ্যাপক মৃণালিনী চক্রবর্তীর সভাপতিত্বে স্বরচিত লেখাপাঠে অংশ নেন কাঞ্চনা চক্রবর্তী, সৌভিক চৌধুরী, রুনা তাসমিনা, আয়েশা পারভীন চৌধুরী, আহসানুল কবির রিটন, গৌতম কানুনগো, জসিম উদ্দিন খান, ডা. প্রণব কুমার চৌধুরী, ডা. কল্যাণ বড়ুয়া, তরুণ কান্তি বড়ুয়া, তানভীর হাসান বিপ্লব, তৌফিকুল ইসলাম চৌধুরী, নাসিমা শওকত, প্রদ্যোৎ কুমার বড়ুয়া, ফেরদৌস কান্তা, বনশ্রী বড়ুয়া, বিদ্যুৎ কুমার দাশ, বিভা ইন্দু, বিলাস কান্তি দাশ, মাজহার হেলাল, মোয়াজ্জেম হোসেন, শাহিদা আয়শা, সালাম সৌরভ, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুবর্ণা দাশ মুনমুন, সুমনা দাশ শান্তা, সুমি দাশ, সৈয়দা ডালিয়া, মুক্তারানী দেবী, দিলরুবা খানম।  

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় ছড়া ও কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিপুল বড়ুয়া। বিকেল সাড়ে ৪টার অধিবেশনে সভাপতিত্ব করবেন কবি মর্জিনা আখতার। সন্ধ্যা ৬টায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। আলোচক থাকবেন কবি অভীক ওসমান, রিজোয়ান মাহমুদ, নেছার আহমদ, অরুণ শীল, রেজাউল করিম স্বপন, মো. মাজহারুল হক, মুহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ জহির, এটিএম শহীদুল্লাহ শহীদ, গোফরান উদ্দীন টিটু।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।