ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে পাথর, বালু ও ইটের স্তূপ রাখায় জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
সড়কে পাথর, বালু ও ইটের স্তূপ রাখায় জরিমানা  ...

চট্টগ্রাম: সাধারণ মানুষের চলাচলের সড়কে পাথর, বালু, ইটের স্তূপ করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৫ ডিসেম্বর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বহদ্দারহাট ও আরকান সড়কের পাঠানিয়াগোদা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন।

তিনি ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এই সময় এডিস মশার জন্মস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসধারণকে সচেতন করা হয়।
 

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন অপর অভিযানে বায়েজিদ রোডের উভয়পাশের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১০ জনকে ২১ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেন।

 বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।