ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ফ্লাইট মিস করে বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
ফ্লাইট মিস করে বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

সময়মতো অস্ট্রেলিয়ার বিমানে ওঠতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ার। আর তাই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজেও দেখা যাবে না এই ব্যাটারকে।

অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও হেটমায়ারকে বাদ দয়ে দিলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, হেটমায়ারের বদলে বিশ্বকাপ দলে যুক্ত হচ্ছেন শারমাহ ব্রোকস। ক্রিকেট বোর্ডের কর্তা ও নির্বাচক প্যানেলের সকলে মিলে সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে নিয়েছেন বলে জানিয়েছে তারা।

সিপিএল শেষ হওয়ার পর ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়রের নেতৃত্বে থাকা হেটমায়ারের ফ্লাইট ছিল ১ অক্টোবর। কিন্তু পারিবারিক সমস্যার কথা জানিয়ে তিনি সেটা পরিবর্তন করতে চান। তার অনুরোধে সেটা ৩ অক্টোবর রিশিডিউল করা হয়। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস জানান, তার জন্যই কেবল বুক করা সোমবারের ফ্লাইটও মিস করেন তিনি।

বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ‘শিমরন হেটমায়ার অস্ট্রেলিয়ায় তার পুনঃনির্ধারিত ফ্লাইট মিস করার পরে, সিডব্লিউআই নির্বাচন প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। ওর অনুরোধেই পারিবারিক কারণে ফ্লাইটের সূচি শনিবার থেকে পরিবর্তন করে ১ অক্টোবর করা হয়েছিল। ’

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘আজ বিকেলে আমরা সিডব্লিইআই (CWI) বোর্ড অফ ডিরেক্টরসকে জানিয়েছি যে, নির্বাচক প্যানেল সর্বসম্মতিক্রমে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিমরন হেটমায়ারের পরিবর্তে শামরাহ ব্রুকসকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’

তিনি আর যোগ করেন, ‘পারিবারিক কারণে আমরা শিমরনের ফ্লাইট পরিবর্তন করে শনিবার থেকে সোমবার করেছিলাম। ওকে এটা স্পষ্ট করা হয়েছিল যে, অস্ট্রেলিয়া সফরে যদি আর কোনও বিলম্ব ও সমস্যা হয়, তাহলে ওকে রিপ্লেস করা ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না। কারণ আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্টের প্রস্তুতির জন্য দলের স্বার্থের সঙ্গে আপস করতে রাজি নই। ’

বাংলাদেশ সময়: ১২০৯ ঘন্টা, অক্টোবর ০৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।