ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মেয়েদের খেলা ‘বেশ ভালো লেগেছে’ পাপনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
মেয়েদের খেলা ‘বেশ ভালো লেগেছে’ পাপনের ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুরুটাও তারা করেছে সেভাবে।

থাইল্যান্ডের মেয়েদের শুরুতে ৮২ রানে অলআউট করে নিগার সুলতানা জ্যোতির দল, পরে জয় পায় ৯ উইকেটের বড় ব্যবধানে।

শনিবার সিলেটে উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বাংলাদেশ। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করে পরে পুরো ম্যাচ দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সিলেটে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘বেশ ভালো লেগেছে। আমরা যদি বিশ্ব র্যাংকিং দেখি বাংলাদেশ বোধ হয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে । এই দলগুলো কাছাকাছি মানের। ’

‘যেহেতু কাছাকাছি মানের দল আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য একটা ভয় পাচ্ছিলাম, একটা টাইট ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে খুবই ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।