ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মালদ্বীপ থেকে ফিরে করোনা আক্রান্ত হয়েছিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
মালদ্বীপ থেকে ফিরে করোনা আক্রান্ত হয়েছিলেন কোহলি

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট তারকাদের একজন তিনি। সেই বিরাট কোহলি করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু কেউ জানেনি।

এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তারা জানিয়েছে, ইংল্যান্ড সফরে যাওয়ার আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কোহলি। সেখান থেকে ফেরার পর করোনা ধরা পড়ে তার। এ সময় তাকে হাসপাতালেও যেতে দেখা গিয়েছিল, কিন্তু তখন আসল কারণ জানা যায়নি।  

এখন জানা গেল করোনা আক্রান্ত হয়েছিলেন কোহলি। যদিও দ্রুতই সেরে ওঠেছেন তিনি। ইতোমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে দেশটিতে চলে গেছেন কোহলি। মঙ্গলবার তাকে দেখা গেছে দলীয় অনুশীলনেও।  

জুলাইয়ের ১ তারিখ বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামবে ভারত। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষ এটি। ম্যাচটির আগের প্রস্তুতিতে অবশ্য বড় ধাক্কাই খেয়েছে তারা। করোনা আক্রান্ত হয়েছিলেন অভিজ্ঞ অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনও। যদিও তিনিও সেরে ওঠেছেন ইতোমধ্যে।  

বাংলাদেশ সময় : ১৩৩৬, জুন ২২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।