ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘তিন ফরম্যাটেই শীর্ষে উঠবে বাবর’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
‘তিন ফরম্যাটেই শীর্ষে উঠবে বাবর’

ক্যারিয়ারের সেরা সময় কাটছে বাবর আজমের। ক্রিকেটের দুই ফরম্যাটের র‍্যাংকিংয়েই শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক।

তবে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের বিশ্বাস, অদূর ভবিষ্যতে তিন ফরম্যাটেই একদিন শীর্ষে উঠবেন বাবর।

'আইসিসি রিভিও' অনুষ্ঠানে কার্তিক বলেন, 'আমি বিশ্বাস করি, বাবর তিন ফরম্যাটেই শীর্ষে উঠবে। সে একজন মানসম্মত ক্রিকেটার। এই মুহূর্তে সে ক্যারিয়ারের সেরা ব্যাটিং ফর্মে আছে। সামনেই সে বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবে। তিন ফরম্যাটে সে দুর্দান্ত ফর্মে আছে। এ ছাড়াও বাবর বিভিন্ন ব্যাটিং পজিশনে সাফল্যের সঙ্গে ব্যাট করেছে। তার জন্য সব সময় আমার শুভ কামনা থাকছে। পুরো পাকিস্তান বাবরের পাশে আছে। যা বাবরকে আরো বড় কিছু করতে সাহায্য করবে। '

আধুনিক ক্রিকেটের সেরা চার ক্রিকেটারকে বলা হয় 'ফ্যাব-ফোর'। কিন্তু কার্তিকের ধারণা, 'ফ্যাব ফোর'-কে 'ফ্যাব-ফাইভ' করতে পারবেন বাবর, 'ফ্যাব-ফোরের কথা বলা মানে কিছু অসাধারণ মানুষের কথা বলা। যারা ক্রিকেটার হিসেবে অত্যন্ত শক্তিশালী। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, এই তালিকায় থাকার সকল গুণ বাবরের মাঝে আছে। আমি মনে করি সে এই ফ্যাব-ফোরকে ফ্যাব-ফাইভ করার ক্ষমতা রাখে। বাবর একজন স্পেশাল ক্রিকেটার। আমি বিশ্বাস করি, এই তালিকার খুব কাছেই সে আছে। তার ব্যাটিংয়ে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে তা হলো ব্যালান্স। বাবরের স্ট্রাইক পয়েন্ট দুর্দান্ত। '

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।