ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন সাকিব ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে অস্বস্তি অনুভব করছেন সাকিব আল হাসান। তাই মিরপুর টেস্ট শেষ করেই স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে গেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন।

সিরিজ শুরুর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সাকিব আল হাসান। শেষদিকে এসে কোভিড নেগেটিভ হওয়ার পর অবশ্য পুরো সিরিজে খেলেন তিনি। দুই ম্যাচের সিরিজে দুর্দান্ত বোলিং করে উইকেট নেন ৯টি। ব্যাট হাতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হাঁকান অর্ধশতক।

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব। এরপর সেখান থেকে ১০ জুন সরাসরি ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।