ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফির

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল নিয়মিত পারফর্ম করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে বরাবরের মতোই সেরা। কয়েকদিন আগে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতা যার প্রমাণ।

আর তাই দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করছেন বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।

রোববার (২৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের মাশরাফি বলেন, 'দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়, সেটাও আবার তাদের মাটিতে, এটা অবশ্যই দারুণ এবং ভালো লাগার ব্যাপার। আশা করছি, এটা শুরু। ... ২০২৩ বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে, আমার বিশ্বাস এই দলটি সেমিফাইনালে খেলবে। তবে শুধু ভালো খেললে হবে না, ভাগ্যেরও প্রয়োজন আছে। দল যখন ভালো খেলা শুরু করে, তখন তার কিছু দুর্বল জায়গাও থাকে। সেই দুর্বলতা কাটাতে যত বেশি বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ততই ভালো হবে। '

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'এই ওয়ানডে দলটি কিন্তু ২০১৫ সাল থেকেই ধারাবাহিকভাবে ভালো করে আসছে। ওয়ানডে ফরম্যাটে খেলতে নামলে ব্রেইন আর মেমোরি খুব ভালোভাবে কাজ করে। আগামী দেড়-দুই বছরে যতগুলো টুর্নামেন্ট আছে, দ্বিপক্ষীয় সিরিজ আছে এবং বিশ্বকাপ―খুব ভালো সুযোগ। এটা অবশ্যই আশাবাদী হওয়ার মতো ফরম্যাট আমাদের জন্য। চারজন ক্রিকেটার আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে। এ ছাড়া লিটন-তাসকিনদের এখন পারফর্ম করার সময়। সেটা করছেও তারা। আবার তরুণদের দিকে তাকালে আফিফ, ইয়াসির, শরীফুল দুর্দান্ত পারফর্ম করছে। ’

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।