ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

পাপন নিশ্চিত করলেও টেস্ট খেলার ব্যাপারে মুখ খুলছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ১, ২০২২
পাপন নিশ্চিত করলেও টেস্ট খেলার ব্যাপারে মুখ খুলছেন না সাকিব

আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না বলে জানিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সোমবার (২৮ ফেব্রুয়ারি) এবারের আইপিএলে সাকিবের নাম না থাকায় সিরিজে খেলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

কিন্তু বিষয়টি নিয়ে এখনও কথা বলতে নারাজ সাকিব।

প্রোটিয়া সফরের আগে বাংলাদেশের খেলা ২৬ টেস্টের মাঝে সাকিব মাত্র আটটিতে খেলেছেন! আজ মঙ্গলবার (০১ মার্চ) রাজধানীতে একটি পণ্যের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন কি না সে ব্যাপারে। জবাবে সাকিব বলেন, 'আপনার তো জানতে চান (আমি খেলব কি না).... এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। '

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, 'হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে।   শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। ’

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।