ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অজি কিংবদন্তি মার্শ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অজি কিংবদন্তি মার্শ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি রড মার্শের হার্ট অ্যাটাক হয়েছে। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম জানায়, বুলস মাস্টার্স চ্যারিটি গ্রুপের হয়ে বুন্ডাবার্গে একটি ইভেন্টে যাওয়ার পথে মার্শের হার্ট অ্যাটাক হয়। পরে বুলস মাস্টার্সের দুই কর্মকর্তা জন গ্লানভিল ও ডেভিড হিলিয়ার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বুলস মাস্টার্সের প্রধান জিমি মাহের বলেন, ‘জন ও ডেভ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কেননা ডাক্তার বলেছেন অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ’

মার্শ ১৯৭০ থেকে ৮৪ পর্যন্ত অজি দলের হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। এছাড়া ৯২টি ওয়ানডেও রয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারের নামের পাশে। তার অধীনে ৩৫৫টি ডিসমিসাল হয়েছে।

৭৪ বছর বয়সী মার্শ এর আগে জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকাতেও কাজ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।