ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

প্রোটিয়া দলে প্রিটোরিয়াসের পরিবর্তে হেনড্রিকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, ডিসেম্বর ৩০, ২০২০
প্রোটিয়া দলে প্রিটোরিয়াসের পরিবর্তে হেনড্রিকস

শ্রীলঙ্কার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ইতোমধ্যে চোট থেকে ফিরে দক্ষিণ আফ্রিকা দলে ঢুকেছেন কাগিসো রাবাদা। এবার দলে আরেকটি পরিবর্তন আনলো প্রোটিয়ারা।

মিগায়েল প্রিটোরিয়াসকে ছেড়ে দিয়ে বেউরান হেনড্রিকসকে নেওয়া হয়েছে।

ডান কাঁধের মাংশ পেশির চোটে ভুগতে থাকা প্রিটোরিয়াসকে জৈব-সুরক্ষার পরিবেশ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী এই পেসার এখন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন।

এদিকে এ বছরের জানুয়ারিতে একই ভেন্যুতে এখন পর্যন্ত ক্যারিয়ারের একমাত্র টেস্টটি খেলেছেন হেনড্রিকস। যেখানে ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে অনুশীলন শুরু করবেন তিনি।

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দ.আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ