ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘দ্য বস ইজ ব্যাক’ 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
‘দ্য বস ইজ ব্যাক’  সাকিব ও মাহমুদউল্লাহ। ছবি: মাহমুদউল্লাহ রিয়াদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে

এক বছরের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মুক্ত হলেন সাকিব আল হাসান। ফলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেশসেরা অলরাউন্ডারের এখন আর কোনো বাধা থাকছে না।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছর আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘ এক বছর পর ৩৩ বছর বয়সী তারকার ফিরে আসাটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা।

দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে যুগল ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘স্বাগতম বিজয়ী। ’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কাছাকাছি সময়ে অভিষেক হয় সাকিব ও মুশফিকুর রহিমের। দেশসেরা অলরাউন্ডারকে তাই সবচেয়ে বেশি কাছে পেয়েছেন মুশি। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাকিবের প্রত্যাবর্তন উপলক্ষে এক স্মৃতিমূলক লেখা পোস্ট করেছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। সঙ্গে জুড়ে দিয়েছেন ক্রিকেট মাঠে দু’জনের কয়েকটি ছবিও।

মুশফিক লেখেন, ‘আমরা টিনেজার হিসেবে একসঙ্গে আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম এবং এরপর কখনও পেছনে  ফিরে তাকাতে হয়নি। গত বছর একটি বড় আঘাত আসে যখন শুনি এক বছরের জন্য আমরা ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবো না। আমরা অনেক চমৎকার মুহূর্ত ভাগাভাগি করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি এবং কঠিন সময়ে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছি। আমি খুবই আনন্দিত যে, এই একটি বছর শেষ হয়েছে এবং আমরা একত্রে আবার মাঠে নামতে পারবো। তুমি সবসময় বিজয়ীর বেশে ফিরে এসেছো এবং তোমার সঙ্গে ম্যাচজয়ী পার্টনারশিপ ও দেশের জন্য আনন্দ ভাগাভাগি করার জন্য আমার তর সইছে না, ইনশাল্লাহ। ’

মুশফিকের ফেসবুক পোস্ট

সাকিব ও তার কন্যার সঙ্গে তোলা এক ছবি পোস্ট করে পেসার তাসকিন আহমেদ ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ...সাকিব ভাই ফিরেছেন। ’

মেহেদী হাসান মিরাজও সাকিবের সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে আসার জন্য স্বাগতম, সাকিব ভাই! একই দলে আপনার সঙ্গে খেলার জন্য আমার অপেক্ষা সইছে না। আপনার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সত্যি অনেক বড় সৌভাগ্যের। আমি আপনার থেকে অনেককিছু শিখেছি এবং আরও অনেককিছু শেখার রয়েছে। আশা করি, বাংলাদেশের হয়ে আমরা আবার একসঙ্গে খেলতে পারবো। ’ 

উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাশ সাকিবের সঙ্গে এক ফ্রেমে বন্দি এক ছবি পোস্ট করে  লিখেছেন, ‘ফিরে আসার জন্য স্বাগতম কিংবদন্তি। ’ 

আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান লিখেছেন, ‘ক্রিকেট মাঠে ফিরে আসার জন্য আপনাকে স্বাগতম সাকিব আল হাসান ভাই। আপনার বাঘের মতো গর্জন দেখার জন্য তর সইছে না। ’

টাইগারদের আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সাকিবের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতি রোমান্থন করে লিখেছেন, ‘এটা আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই ওনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং এক প্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ, যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয়, আমার ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠের মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম। ’

সাব্বির রহমান ও সৌম্য সরকার সাকিবের সঙ্গে টেস্টে খেলার এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে আসার জন্য স্বাগতম ভাই। ’

পেসার আল আমিন হোসেন সাকিব ও তাসকিনের সঙ্গে এক ফ্রেমে বন্দি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বস ফিরেছেন। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।