ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে সিরাজগঞ্জ সিক্সার্স ও লায়নস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে সিরাজগঞ্জ সিক্সার্স ও লায়নস ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিন স্বাধীন সিরাজগঞ্জকে ৩ উইকেটে হারিয়েছে সিরাজগঞ্জ সিক্সার্স এবং সিরাজগঞ্জ ভাইকিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে সিরাজগঞ্জ লায়নস।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিরাজগঞ্জ ভাইকিংস সংগ্রহ করে ১৪০ রান। জবাবে ১৮.২ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে জয় তুলে নেয় সিরাজগঞ্জ লায়নস।

দলের হয়ে ৩৮ বলে ৩৪ রান করে ম্যান সেরা নির্বাচিত হন এম এইচ সুনাম।

এর আগে সকালে একই স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে সিরাজগঞ্জ ভাইকিংস। জবাবে সিরাজগঞ্জ সিক্সার্স ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে। বল হাতে ৩ উইকেট ও ব্যাটিং করে ৫৫ বলে ৬২ রান করে ম্যান সেরা হন সিরাজগঞ্জ সিক্সার্সের মোস্তাফিজুর জ্যোতি।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।