ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

গেইলকে ভয় পাচ্ছেন না তাইজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, জানুয়ারি ৬, ২০২০
গেইলকে ভয় পাচ্ছেন না তাইজুল তাইজুল ইসলাম: ছবি-শোয়েব মিথুন

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে ঢাকা পর্বের খেলা। সিলেটে তিনদিন খেলার পর দুইদিন বিরতি দিয়ে আবার শুরু হবে বিপিএল। ইতোমধ্যে বিশ্বের সেরা ক্রিকেটারদের কয়েকজন মাঠে নেমেছেন। এবার অপেক্ষা বিপিএল ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলের। মঙ্গলবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।
 

সোমবার (০৬ জানুয়ারি) অনুশীলন শেষে রাজশাহী রয়্যালসের স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রামের বিপক্ষে চাপমুক্ত ক্রিকেট খেলতে চায় রাজশাহী। ক্রিস গেইলকে ভয় পাওয়ার কোনো কারণ দেখেন না এই বাঁহাতি স্পিনার।

 

তাইজুল বলেন, ‘গেইল এসেই প্রতি ম্যাচে সেঞ্চুরি করবে তা তো না। গেইল শূন্য রানেও আউট হয়েছে। সে বড় প্লেয়ার, তাকে সম্মান করা উচিত। সে যদি দাঁড়িয়ে যায় খেলাটা অন্যরকম হতে পারে। সে যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় ভিন্ন খেলা হতে পারে। ’ 

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ক্রিস গেইল। ৪০০ ম্যাচে ৩৮ গড়ে রান করেছেন ১৩১৫২। এছাড়া বিপিএলে তার সেঞ্চুরি আছে ৫টি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ