ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেলো লিটনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫২, অক্টোবর ২৯, ২০১৯
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেলো লিটনরা

ভারতের বিপেক্ষ সিরিজের আগে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটাররা দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম প্রস্তুতি ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লাল দল। সবুজ দল হেরেছে ১১ রানে ব্যবধানে।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে লাল দল। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ রানে থেমে যায় সবুজ দলের ইনিংস।

১৪২ টার্গেটে ব্যাট করতে নেমে লাল দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে ঘাম ঝড়াতে হয় সবুজ দলের ব্যাটসম্যানদের। নাজমুল হোসেন শান্ত ও ইমরুল কায়েস ছাড়া কেউ বড় রানের দেখা পায় নি। ৭ উইকেটে ১৩০ রানে থেমে যেতে হয় সবুজ দলকে। শান্ত ৩৪ ও ইমরুল ৩২ রান করেন।

লাল দলের শফিউল ইসলাম, আফিফ হোসাইন ও আবু হায়দার রনি ২টি এবং নাইম হাসান ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে লাল দল। মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৫১ বলে ৮১ রান করেন। এছাড়া আফিফ ২৮ রান করেন।  

সবুজ দলের এবাদত হোসেন ৩টি এবং আল আমিন হোসেন ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।