ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদি-সাকিবদের ছাড়িয়ে গেলেন নারী ক্রিকেটার এলিস পেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জুলাই ২৯, ২০১৯
আফ্রিদি-সাকিবদের ছাড়িয়ে গেলেন নারী ক্রিকেটার এলিস পেরি অজি অলরাউন্ডার এলিস পেরি: ছবি-সংগৃহীত

শহীদ আফ্রিদি-সাকিব আল হাসানের মতো বিশ্ব সেরা অলরাউন্ডাররা যা করে দেখাতে পারেননি এবার তা করে দেখালেন এক নারী ক্রিকেটার। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান এবং ১০০ ‍উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অলরাউন্ডার এলিস পেরি।

গত রোববার (২৮ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে নারী অ্যাশেজ টি-টোয়েন্টিতে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন পেরি। পৌঁছে যান ১০০০ রানের ঘরে।

আর তাতেই ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে প্রথম ক্রিকেটার হিসেবে বিরল রেকর্ডটি গড়েন ২৮ বছর বয়সী অজি তারকা। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

এর আগে গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের নেট স্কিভারকে সাজঘরে ফিরিয়ে ১০০ উইকেটের মালিক হন পেরি।

টি-টোয়েন্টিতে পুরুষ ক্রিকেটারদের মধ্যে ১৪১৬ রান ও ৯৮ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এর পরের স্থানটা সাকিব আল হাসানের। বিশ্বের সেরা অলরাউন্ডার ১৪৭১ রানের পাশাপাশি নিয়েছেন ৮৮ উইকেট। এবার বিশ্বের সেরা দুই তারকাকে পেছনে ফেলে দিলেন পেরি।

পেরির নৈপুণ্যে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া নারী দল। সিরিজের তৃতীয় ও ফাইনাল ম্যাচ হবে বুধবার, ব্রিস্টলে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।