ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বছর শেষে কাতার প্রিমিয়ার টি-টেন লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, জুলাই ২৮, ২০১৯
বছর শেষে কাতার প্রিমিয়ার টি-টেন লিগ উসুফ জেহাম আল-কুয়ারাই। ছবি: সংগৃহীত

ক্রিকেটের বিশ্বায়নের এই যুগে টি-টোয়েন্টি তথা ছোট ফরম্যাটের ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বিগ ব্যাশ, বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএল লিগগুলো এরই মধ্যে জনপ্রিয় হয়েছে পুরো বিশ্বে। এবার কাতারও গা ভাসাচ্ছে সেই জোয়ারে।

২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে কাতার। এর আগেই চলতি বছরের শেষের দিকে ক্রিকেট লিগ আয়োজন করবে দেশটি।

নাম দেওয়া হয়েছে কাতার প্রিমিয়ার টি-টেন লিগ (কিউপিএল)। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে ১০ ওভারের এই লিগটি চার থেকে ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে।  

টুর্নামেন্ট জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়েছে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে  টি-টুয়েন্টি বা টি-টেন ক্রিকেটের অন্যতম আইকন হিসেবে পরিচিত তিনি।

এখনও টুর্নামেন্টের তারিখ নির্দিষ্ট না হলেও কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইউসুফ জেহাম আল-কুয়ারাই জানিয়েছেন, নভেম্বর অথবা ডিসেম্বরের যেকোনো এক মাসে হবে টুর্নামেন্টটি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।