ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইমাম উল হক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জুলাই ২৫, ২০১৯
একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইমাম উল হক! ইমাম-উল-হক-ছবি:সংগৃহীত

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। দলের ক্রিকেটারদের মধ্যে খারাপ সম্পর্ক, বোর্ড ও দল ঢেলে সাজানো এমন সব আলোচনার মধ্যে এবার নতুন করে শিরোনামে এলেন দলের অন্যতম সদস্য ইমাম-উল-হক।

সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম। তবে এর বাইরেও নিজের পারফরম্যান্স দিয়েও আলোচনায় থাকেন ইমাম।

কিন্তু এবারের আলোচনা তার জন্য মোটেই সুখকর নয়। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে নারী ঘটিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন ইমাম।

এক টুইটার ব্যবহারকারী ইমামের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের ঘটনা ফাঁস করেছে। একটি পোস্টের মাধ্যমে সেই টুইটার ব্যবহারকারী ইমামের সঙ্গে একাধিক নারীর কথোপকথনের স্ক্রিনশটও দিয়েছেন। পোস্টে লিখেছেন, ‘তাহলে দেখা যাচ্ছে ইমাম উল হক একই সঙ্গে ৭-৮ নারীকে একই সঙ্গে ব্যবহার করছেন। সে তাদের সবাইকেই বলছে, সে সারাজীবন ধরেই একা। এখানে কিছু স্ক্রিনশট যোগ করা হলো। ’

যদিও পরবর্তীতে সেই টুইট মুছে ফেলা হয়। কিন্তু তার আগেই স্ক্রিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।