ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারতীয়দের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, জুলাই ২৪, ২০১৯
ভারতীয়দের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন মুমিনুলরা ছবি-সংগৃহীত

ভারতের মাটিতে বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতেও জ্বলে উঠল বিসিবি একাদশ। মিনি রঞ্জি ট্রফিতে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের দল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১৫৫ রানে এগিয়ে আছে মুমিনুল হকরা। বিসিবির জয়ের জন্য দরকার আর ৭ উইকেট।  

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সোমবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া চারদিনের টেস্টের প্রথম দিন বিসিবি মাত্র ৭৯ রানে গুটিয়ে দেয় কর্নাটককে। এরপর ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশের দলটি।

 

মঙ্গলবার (২৩) জুলাই ম্যাচের দ্বিতীয় দিনে বিসিবি’র সেই রান গিয়ে দাঁড়ায় ১০ উইকেটে ৩৩৪। বাংলাদেশ লিড পায় ২৫৫ রানের।  

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জহুরুল হক ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় দিন শুরু করেন। তবে আগের দিনের সঞ্চয় ২৮ রান নিয়েই ফিরে যান জহুরুল। তবে অন্য প্রান্তে দাঁড়িয়ে রানের চাকা সচল রাখেন শান্ত।  

দলীয় ১৮৭ রানে ফিরেন ইয়াসির আলি চৌধূরি (১৬)। শান্ত ৭২ রান করে শিকার হোন রান আউটের। তার ইনিংসটি সাজানো ছিল ১১ চারে। এরপরে রান বাড়ানোর দায়িত্বটা বুঝে নেন কাজী নুরুল হোসেন।  

আরিফুল হকের (১) বিদায়ের পর সানজামুল ইসলামের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন তিনি। দলীয় ২৯৮ রানে আউট হোন নুরুল হোসেন। তার ৮৭ বলের ৬৮ রানের ইনিংসে ১৩ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১ ছক্কা। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন শহিদূল ইসলাম (২৪) ইসলাম। শেষ উইকেট হিসেবে আউট হোন সানজামুল (৩৩)। ৫ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।  

কর্নাটকের হয়ে সর্বোচ্চ ৪ ‍উইকেট নিয়েছেন আনন্দ দদ্দামানি। কে এস দেভিয়াহ ও প্রাভিন দুভে’র শিকার করেছেন ২টি উইকেট।  

রান পাহাড়ের নিচে চাপা পড়া কর্নাটক নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। বিসিবির চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ১৫৫ রানে। তৃতীয় দিন শুরু করবেন নাগা ভারত (৩) ও অভিনব মনোহার (৩৭)।  

কর্নাটকের দ্বিতীয় ইনিংসের ‍ওপর সারির তিন উইকেটের দু’টি নিয়েছেন এবাদত। বাকিটি ঝুলিতে পুরছেন শহিদুল।  

এর আগে সিরিজের দু’টি টেস্টে ড্র করেছে বিসিবি একাদশ। কর্নাটকের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে মুমিনুলরা।  

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।