ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে ফিরলেন তাইজুল-বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, জুলাই ১৬, ২০১৯
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে ফিরলেন তাইজুল-বিজয় তাইজুল ও বিজয়। ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কায় সফরে ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সাকিব আল হাসান ও লিটন দাশের পরিবর্তে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়। বিশ্বকাপের পর এই সিরিজের আগে ছুটি নিয়েছেন সাকিব ও লিটন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দল ঘোষণা করেন।

বিশ্বকাপ দল থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে পেসার আবু জায়েদ রাহি বাদ পড়েছেন।

বিশ্বকাপে তিনি ১৫ সদস্যের দলে ছিলেন। এছাড়া ইংল্যান্ডে খেলা অন্য সবাই রয়েছেন এই সিরিজে।

এই সিরিজে বাংলাদেশের অধিনায়ক হিসেবে যথারীতি মাশরাফি বিন মর্তুজাই রয়েছেন।

তাইজুল সর্বশেষ ২০১৬ সালে দেশের মাটিতে ওয়ানডে খেলেছিলেন। আর বিজয় গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ ওডিআই খেলেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।

শ্রীলঙ্কা সফরে ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।