ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গেইলের অনুকরণে মুশফিক!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, মে ২৬, ২০১৯
গেইলের অনুকরণে মুশফিক! ছবি: সংগৃহীত

সচরাচর একটু চুপচাপ স্বভাবের বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু তিনিও যে এমন মজা করতে পারেন তা অনেকেই ভাবেননি। এমনকি স্বয়ং সাকিব আল হাসানও না!

৮ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে দেখা যায়, নিজে ডানহাতি হয়েও বাঁহাতি ব্যাটসম্যানের মতো দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম।

বিশ্বকাপে বাংলাদেশের নতুন সবুজ জার্সি পরে আছেন।

খুব মনোযোগের সহকারে ক্রিস গেইলের মতো শট হাঁকালেন। শুধু তাই নয়, ক্যারিবীয় ব্যাটিং দানবের মতো অঙ্গভঙ্গিও করলেন মুশফিক! আর মুশফিকের এই অভিনয় দেখে সামনে দাঁড়ানো সাকিব হেসে উঠলেন।

ছোট সময়ের এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।  
কেউ মন্তব্য করেন, বিশ্বকাপে গেইলের মতোই বিধ্বংসী হয়ে উঠবেন মুশফিক আবার কেউ বলছেন, দারুণ অভিনয় করেন মুশফিক।

রোববার (২৬ মে) পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ তার আগে ২৫ মে, বিশ্বকাপ জার্সিতে নিজেদের আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছেন টাইগাররা। আর সে ফটোসেশনের মাঝেই এই কাণ্ড ঘটান মুশফিক-সাকিব।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।