ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে মাশরাফিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, এপ্রিল ৩০, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে মাশরাফিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মাশরাফিরা-ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। সেখানে তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, পরিচালক, কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছান মাশরাফিরা। সাক্ষাতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রীও ক্রিকেটারদের অনুপ্রেরণা দেন। এরপর অতিথিদের সম্মানে গণভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বুধবার (১ মে) ঢাকা ছাড়বেন জাতীয় দলের সদস্যরা। ৫ মে থেকে শুরু হবে ওই সিরিজ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ মে। এরপর বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবেন মাশরাফি-সাকিবরা।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।