ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পুরুষ ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, এপ্রিল ২৭, ২০১৯
পুরুষ ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার ক্লেইর পোলোসাক-ছবি: সংগৃহীত

ক্রিকেট পুরুষ ভদ্রলোকদের খেলা নামে পরিচিত ছিল। তবে সেই ধারা থেকে বেরিয়ে নারীরাও এখন সমানতালে ক্রিকেট খেলছে। এবার এক নারী দীর্ঘদিনের একটি ইতিহাস ভেঙে দিলেন পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে।

পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্লেইর পোলোসাক। আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু’য়ের শনিবার (২৭ মে) স্বাগতিক নামিবিয়া বনাম ওমানের চলমান ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

৩১ বছর বয়সী ক্লেইর আগে ২০১৭ সালের অক্টোবরে প্রথম নারী আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ২০১৬ সাল থেকে শুরু করে তিনি ১৫টি আর্ন্তজাতিক নারী ক্রিকেট ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। এবং ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন।

নতুন এক ইতিহাস গড়ার সময় ক্লেইর বলেন, ‘মহিলারা কেন ক্রিকেটে আম্পায়ারিং করতে পারবে না তার কোনো যথাযথ কারণ নেই। এই ধরনের বাধা ভাঙতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।