ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সহজ ম্যাচ কঠিন করে জিতলো দোলেশ্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, মার্চ ২৭, ২০১৯
সহজ ম্যাচ কঠিন করে জিতলো দোলেশ্বর দোলেশ্বরের জয়ের নায়ক তাইবুর রহমান-ছবি: শোয়েব মিথুন

শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ১৬০ রান সংগ্রহ করেছিল বিকেএসপি। কিন্তু এই রান করতেই ঘাম ছুটে গেল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। ম্যাচটা দোলেশ্বর ৩ উইকেট হাতে রেখে জিতলেও খেলতে হয়েছে ৪৫ ওভার পর্যন্ত।

বুধবার (২৭ মার্চ) ফতুল্লায় বিকেএসপি’র ছুড়ে দেওয়া ১৬১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৯ রানেই ২ উইকেট আর ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দোলেশ্বর। দলের ৪ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতেই ব্যর্থ হন।

দলের এমন বিপর্যয়ে হাল ধরেন সৈকত আলী ও তাইবুর রহমান।  

দলীয় ১০৭ রানের মাথায় পঞ্চম উইকেট হিসেবে সৈকত (৪৩) বিদায় নিলেও অপরপ্রান্ত আগলে রাখেন তাইবুর। এরপর আরও ২ উইকেট হারালেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন ছয় নম্বরে নামা এই ব্যাটসম্যান। ৬১ রানের এই ইনিংসটি ১০৫ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজানো। এই ইনিংস তাকে ম্যাচসেরাও নির্বাচিত করেছে।

বল হাতে বিকেএসপি’র তানজিম হাসান সাকিব ১০ ওভারে ৩৫ রান খরচে নিয়েছেন ৩ উইকেট, ২ উইকেট গেছে নওশাদ ইকবালের ঝুলিতে।

এর আগে টসে হেরে ১৬০ রান তুলতেই সব উইকেট খুইয়ে ফেলে বিকেএসপি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে ২৮ ও আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ২২ রান।
 
বল হাতে ২টি করে উইকেট নেন দোলেশ্বরের আরাফাত সানি, সৈকত আলী ও এনামুল হক জুনিয়র।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দোলেশ্বরের তাইবুর রহমান।

৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে প্রাইম দোলেশ্বর। শীর্ষে থাকা আবাহনী ও দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের পয়েন্টও সমান। তবে রান রেটের ব্যবধানে পিছিয়ে দোলেশ্বর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।