ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নতুন ইনিংস শুরু করলেন সাব্বির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৭, মার্চ ১৭, ২০১৯
নতুন ইনিংস শুরু করলেন সাব্বির সাব্বির রহমান সেরে ফেলেন আকদ

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। ব্যাটেও পাচ্ছেন রান। এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ডহিটার সাব্বির রহমান। 

একেবারেই ঘরোয়া পরিবেশে সম্প্রতি সাব্বির রহমান সেরে ফেলেন আকদ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অর্পার সঙ্গে এই আকদ অনুষ্ঠিত হয়।

জানা গেছে সাব্বিরের স্ত্রী একাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন।  

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরেছেন সাব্বির। এরই মধ্যে ক্রাইস্টচার্চ ঘটনার পর টেস্ট দলের সদস্যরাও দেশে ফিরেছেন।  

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯

এমকেএম/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।