ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পরিবার নিয়ে হিমাচলে মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩০, মার্চ ৮, ২০১৯
পরিবার নিয়ে হিমাচলে মাশরাফি স্বপরিবারে মাশরাফি। ছবি: সংগৃহীত

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শত ব্যস্ততার মাঝেও স্ত্রী-সন্তানদের নিয়ে মাঝে মাঝে সময় কাটাতে যান বিভিন্ন দেশে। বর্তমানে এ ক্রিকেট তারকা তার সহধর্মিনী সুমনা হক সুমিসহ সন্তানদের নিয়ে ভারতে অবস্থান করছেন।

মাশরাফির বন্ধু সুমন দাস জানান, গত ৪ মার্চ মাশরাফি তার স্ত্রী-সন্তানদের নিয়ে ভারতে যান সেখান থেকে আগামী ১৪ই মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে।

স্বপরিবারে মাশরাফি।                     <div class=

ছবি: সংগৃহীত" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/Pic-0220190307192723.jpg" style="width:100%" />

বৃহস্পতিবার (৭ মার্চ) ভারতের হিমাচল প্রদেশের মানালি এলাকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন সুমনা হক সুমি। সেই ছবিতে  দেখা যায়, মাশরাফি তার পরিবার নিয়ে বিভিন্ন দর্শনীয় এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন।

জানাগেছে, মাশরাফি সবসময়ই ব্যস্ত সময় পার করেন। কোন সময়ই তিনি অলস সময় কাটাতে পছন্দ করেন না। কখনও খেলার মাঠে বল হাতে ঝড়ো ইনিংস, কখনও এলাকার সমস্যা নিয়ে ঝটিকা সফরে নিজ নির্বাচনী এলাকায় জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মত বিনিময় আবার কখনও মানুষের সমস্যা দেখতে ছুটে যান তিনি।  

মানালি।  ছবি: সংগৃহীত

শত ব্যস্ততার মাঝেই ভক্তসহ শুভাকাঙ্খীদের সাথে আবদার মেটাতে ছবি- সেলফি তোলার সময় দেন। এত কিছুর মধ্যেও বিভিন্ন দেশে স্ত্রী-সন্তানদের নিয়ে বিনোদনে যান বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
আইএইচ/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।